Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বিটেল লীফ মাল্টিপারপাস সমবায় সমিতির উদ্বোধন ।।

রামনগর পানমান্ডিতে রামনগর “বিটেল লীফ” মাল্টিপারপাস সমবায় সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন হল । উদ্বোধন করেন জাতীয় সমবায় বিকাশ নিগমের আঞ্চলিক নির্দেশক বিকাশ উপাধ্যায় । স্বাগত ভাষণ দেন সমিতির সম্পাদক অবন্তী পাত্র । বক্তব্য রাখেন সহকারভারতীর পূর্ব ক্ষেত্রের সংগঠন সম্পাদক বিবেকানন্দ পাত্র, সহকারভারতীর রাজ্য সহ-সম্পাদক প্রীতিরঞ্জন মাইতি প্রমুখ। উপস্থিত ছিলেন এন সি ডি সির যুগ্ম নির্দেশক রমন দীপ ও অর্ঘ্যদীপ জানা, সহকারভারতীর রাষ্ট্রীয় সম্পাদক নন্দিনী রায়, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র বসাক, জেলা সাংগঠনিক সম্পাদক দিলীপ খূঁটিয়া প্রমুখ । সমিতির দু’শ বাইশ জন সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন । ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি বিকাশ জানা । বহুউদ্দেশ্যসাধক এই সমিতির উদ্দেশ্য ও কর্মধারা সম্পর্কে আলোচনা হয় । উল্লেখ্য, এন সি বি সি -এর পক্ষ থেকে আজ আলোর দিশা প্রতিবন্ধী সমবায় সমিতি, ধান্দালীবাড় সমবায় সমিতি ও বাসুদেবপুর শিল্পী উন্নয়ণ তন্তুবায় সমবায় সমিতিতেও পরিদর্শন করা হয় ।

Related News

Also Read