কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সঙ্ঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, কাঁথি শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধের অডিটোরিয়াম হলে। কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি পরিচালিত সরকারের তীব্র নারীবিদ্বেষ, 100 দিনের কাজ, আবাস যোজনার পাপকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও জনবিরোধী বিভাজন নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভা অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ মাইতি, তৃণমূল নেতা বিকাশ বেজ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি,কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা মান্না প্রমূখ। এদিন অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মহিলা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মহিলারা যে পূর্ণ আস্থা রেখেছেন তা এই সভায় উপচে পড়া ভিড় দেখে পরিলক্ষিত করা যায়।
