তৃণমূলের নব জোয়ার যাত্রা উপলক্ষে দিঘার সৈকত তৈরি করা হয়েছে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বালির ভাস্কর্য।
রামনগরের পদিমা – ২ অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে এই ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী সুদর্শন মহাকুড়।
মঙ্গলবার সকালে সৈকত শহরে তৃনমূল সাংসদের এই বালু ভাস্কর্য দেখতে পর্যটকদের ভীড় ছিলো চোখে পড়ার মত।
Post Views: 20