পানীয় জলের কল খারাপ তাই পড়ুয়াদের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে ! চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের খড়িগেড়্যা প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ এখানকার ছাত্রদের জন্যে রান্না করার জল ব্যবহার করতে হচ্ছে পুকুর থেকে জল নিয়ে।অভিযোগ স্কুলের চারিপাশে নলকূপ অকেজ এবং সাব মার্সেবল গুলিও অকেজো ।
গ্রামবাসী জানিয়েছে সদ্য নির্বাচিত স্থানীয় পঞ্চায়েত সদস্যা ও জেলা পরিষদ সদস্যার পরিবারের বাচ্চারাও এই বিদ্যালয়ে পড়ে।তারাও সেই পুকুরের জলে রান্না করা খাওয়ার খাচ্ছে।অভিযোগ সব জেনেও প্রশাসন নীরব দর্শক।স্থানীয় মানুষেরা অভিযোগ করেছেন এমন চলতে থাকলে যে কোন দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে।
Post Views: 17