রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী হিসাবে মানস ভুঁইঞা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল-পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।তখনই আবেদন জানানো হয়েছিল,যত শীঘ্র সম্ভব দেখা করার। সেইমত আগামীকাল শুক্রবার দুপুরে সল্টলেকের জলসম্পদভবনে মন্ত্রী সময় দেওয়ায় দুই কমিটির পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধিদল স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছেন বলে জানালেন উভয় কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক।
নারায়নবাবু বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী ২০২৫ সালে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু করার যে প্রতিশ্রুতি দিয়েছেন,আমরা চাই,মন্ত্রী মানস ভূঁইঞার তত্ত্বাবধানে বর্ষার পরই কাজ শুরু করে দ্রুত তা রূপায়ণ হোক।পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদী সহ সোয়াদিঘি-দেহাটি প্রভৃতি নিকাশী খালগুলি দ্রুত সংস্কার করার জন্যও মন্ত্রী যাতে উদ্যোগ নেন সে ব্যাপারেও দাবি জানানো হবে।