Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বারুইপুরে মাদক চক্রের হানা, দু’জন গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলা থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল হেরোইন সমেত। তার কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর থানার উত্তর খোদার বাজারের মণ্ডল পাড়ার এলাকায় মঙ্গলবার সকাল থেকেই একটি বাড়ি থেকে পশ্চিমবঙ্গের স্পেশাল ট্রাস্ক ফোর্স হানা দিয়ে উদ্ধার  প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক, নগদ ২৬ লক্ষ,৪৪ হাজার টাকা , সেই সঙ্গে বেশ কিছু সোনার গহনা।  মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস পি রঙ্কের আধিকারিক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার তলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের। সেখানেই এক তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন মোকলেসুর শেখ নামে উস্থির বাসিন্দা এক ব্যক্তি। সেই মোকলেসুর ঘর থেকেই এ দিন নিষিদ্ধ মাদক ও টাকা এবং বেশ কিছু সোনার গহনা উদ্ধার করে। সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ। স্থানীয়
সূত্রের খবর, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন মোকলেশ। এলাকায় একটি দোকান চালাতেন বলেও জানা গিয়েছে। এলাকার লোকজন জানান, তাঁদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না। পাড়ার কারোর সঙ্গে  মিসত না।
মোকলেশ মাদক চোরা চালানের কাজ করত বলেই সূত্রে মারফত জানা গিয়েছে। এর আগে বিভিন্ন জায়গা নিষিদ্ধ মাদক ব্যবসা করত ওই ব্যক্তি। এই কাজে সহযোগী ছিলেন তাঁর শ্বাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ। এরপরই এ দিন সকালে অভিযান চালানো হয়। বাড়িতে মোকলেস ও তাঁর শ্বাশুড়িকে হাতেনাতে ধরা হয়। তবে মোকলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না। তবে স্থানীয় সূত্রে খবর এই তল্লাশি চলা কালীন তার এক ছেলে ওই বাড়িতেই ছিল। পুলিশ সূত্রে খবর এই তল্লাশি চালাতে গভীর রাত হতে পারে। রাত সাড়ে নটা পর্যন্ত পর্যন্ত এস টি এফের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর ওই তল্লাশি চালানোর পর মোট ২৬ লক্ষ ৪৪,০০০ নগদ টাকা, প্রায় ৯০০ গ্রাম হেরোইন, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা ও সোনার গহনা উদ্ধার করে। এস টি এফ এর পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের বারুইপুর থানায় পুলিশের হাতে হ্যান্ড ওভার করে। বারুইপুর থানার পুলিশ বুধবার ধৃত ব্যক্তিদের আলিপুর মহকুমা আদালতে তোলে এবং সাত দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য বিচারকের কাছে আবেদন করে।

Related News