Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কন্টাই সুপার চ্যালেঞ্জ কাপে বালিঘাই ও কন্টাই সিএসএসএ’র জয়

কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ যে দুটি দল অংশগ্রহণ করে তমাল এন্টারপ্রাইজ নেভিগেশন ও  বালিঘাই ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে নেভিগেশন ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন কর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে   ১৩৩ রান করে। প্রত্তুতরে বালিঘাই ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ৬ উইকেটে জয়লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ হয়ে স্বর্গীয় শেখর লাল চক্রবর্তী স্মৃতি পুরস্কার লাভ করেন বালিঘাইর আমিত রায়। এই পুরস্কার তুলে দেন জনাব হাবিবুর রহমান।

দিনের দ্বিতীয় খেলা অংশ নেয় কন্টাই সিএসএসএ একাদশ ও মল্লিক ব্রাদার্স। টসে জিতে মল্লিক ব্রাদার্স বল করার সিন্ধান্ত নেয় ফলে কন্টাই সিএসএসএ ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে খেলা ১৮.২ ওভারে ১৫২ রানে সকালে আউট হয়ে যায়। প্রত্তুতরে মল্লিক ব্রাদার্স ব্যাট করতে নেমে মাত্র ১৩.৫ ওভারে ৬৫ রানে অল আউট হয়ে যায় ফলে ৮৭ রানে  জয়লাভ কর। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ হয়ে সিএসএসএ রাহুল ঠাকুর স্বর্গীয় শেখর লাল চক্রবর্তী স্মৃতি ট্রফি লাভ করে। এই পুরস্কার তুলে দেন প্রাক্তন বাংলা দলের কোচ সুশীল সিকারীয়া। এছাড়া ১৩ তারিখের ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হয়ে সুজিত চক্রবর্তী ও চিন্ময়ী চক্রবর্তী স্মৃতি  পুরস্কার লাভ করেন মল্লিকা ব্রাদার্স এর প্রসূন মন্ডল এই পুরস্কার তুলে দেন সিএবি আম্পায়ার সুদর্শন দে ও কাঁথি আম্পায়ার প্রসেনজিৎ দত্ত। খেলার মাঠে উপস্থিত ছিলেন সতীনাথ দাস অধিকারী, পিনাকি দিন্দা, রামকৃষ্ণ পন্ডা, গোলক চন্দ্র বিশ্বাস। ক্লাব সদস্য প্রভাত জানা, হরিপদ চক্রবর্তী ক্রীড়া সম্পাদক ষষ্ঠীপদ চক্রবর্তী। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন আগামী ১৯ তারিখ দুপুরে লীগ পর্বের শেষ খেলায় যে দুটি খেলবে কন্টাই পাইনিওয়ার ইলেভেন ও হাতিশাল অগ্রগামী সংঘ।

Related News