পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের অর্জুননগরের ক্ষুব্ধ এলাকাবাসী আজ দূষণ থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল। এলাকার নারী পুরুষ সকলেই একযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বুধবার দুপুরে।
অভিযোগ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাইস মিলের কালো ধোঁয়া ও দুষিত জলে নষ্ট হচ্ছে পরিবেশ। মিলের আশেপাশের পুকুর ও কৃষিজমি পচা জল আর পোড়া তুষ-ভুসিতে জমাট বাঁধা নর্দমায় পরিণত হয়েছে। এতে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের কমলনয়নবাড় গ্রামে এটি দীর্ঘ ৫ বছরের সমস্যা। অভিযোগ স্থানীয় অঞ্জলি রাইস মিলের দুর্গন্ধ যুক্ত পচা জলে আশেপাশের পরিবেশ নস্ট করছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পরিবেশ দপ্তর সহ অন্যান্য দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাইস মিলটি একটি ভারী শিল্পপ্রতিষ্ঠান হলেও এর নাই কোন বর্জ্য শোধনাগার। সারাবছরই দূষিত বায়ু আর জলে নাজেহাল এলাকাবাসী।
আন্দোলনকারীদের অভিযোগ ফসলের মাঠেও দূষিত জলের বিড়ম্বনা। নষ্ট হচ্ছে ফসল ও মাছ।তাঁরা অভিযোগ করেছেন মিলের দুর্গন্ধযুক্ত দূষিত জল ড্রেন ও পাইপের মাধ্যমে সরাসরি ছেড়ে দেওয়া হচ্ছে পার্শবর্তী কৃষি জমিতে। এমনকি মাছ চাষের পুকুরেও। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।, মরে ভেসে উঠছে মাছ। কৃষি কাজে শ্রমিক পাওয়া যায় না। জমিতে দূষিত জল থাকায় চর্ম রোগের ভয়ে হাত দিতে চান না কেউই। দূষিত জলের সঙ্গে ধানের কুড়া ও ছাই থাকায় ভরাট হয়ে যাচ্ছে পুকুর। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক জীবনের ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। বুধবার তাঁরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।
এদিন প্রায় ৩০ মিনিট ধরে চলে পথ অবরোধ। আগামীদিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী।অভিযুক্ত রাইস মিল কর্তৃপক্ষ এই নিয়ে মুখ খুলতে রাজী হয়নি।