পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে খেজুরি ১ ব্লক কামাদা পঞ্চায়েতের দেউলবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ৮টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়লাভ করল পদ্ম শিবির।খাতা খুলতে পারেনি শাসক দল তৃণমূল।

এই সমবায় সমিতিতে ২৪১ ভোটার ৮ টি ডেলিগেড আসেনে সকাল থেকে ভোট গ্রহণ চলছিল কড়া নিরাপত্তায় ও টানটান উত্তেজনার মাধ্যমে। ভোট গ্রহণ পরে বিকালে ভোট গণনা শুরু হয়। তখনই তৃণমূল কর্মী সমর্থকেরা আস্তে আস্তে সরতে থাকে। ভোট গণনা ফাইনাল হলেই বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির নিয়ে উল্লাসে মেতে ওঠে।

তাদের দাবি পূর্ব মেদিনীপুরে লোকসভা ভোটে ভালো রেজাল্ট করেছে বিজেপি। তাই সমবায় নির্বাচনে তারা কোন প্রকারে হার স্বীকার করবে না।এই সমবায় নির্বাচনে ডেলিগেড আসন ৯টি। মনোনয়ন পর্বে একটি সংরক্ষিত আসনে বিজেপি ও তৃণমূল প্রার্থী দিতে পারেনি। যার কারণে ৮ টি আসনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তার মধ্যে চারটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা।

বুধবার সকাল থেকে চারটি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব চলে। ভোটগ্রহণ শেষে গননা হলে দেখা যায় ৪ টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। বিজয়ী প্রার্থীরা হল দিলীপ কুমার শাসমল, দিলীপ করণ, প্রতিমা দেবনাথ, মানসী দাস, পলাশ চন্দ, বিশ্বরঞ্জন মাইতি, অলক চন্দ , শিবশঙ্কর পয়ড়া।





