Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

গভীর রাত্রে কাঁথি শহর থেকে ষাঁড় পাচার করতে গিয়ে পাকড়াও

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর থেকে ষাঁড় পাচারে ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। ষাঁড় পাচার সন্দেহে গাড়ির চালক সহ তিন জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরে ষাঁড় উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমন আবহে কাঁথি শহরের সেরপুর শিবালয় মন্দিরের সামনে ষাঁড় নিয়ে যাওয়া একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। সেই লরিতে তিনটি ষাঁড় ও একটি গরু ছিল। এই গবাদি পশুদের পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা তপন বারিক জানিয়েছেন গাড়ির চালক স্থানীয়দের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না এবং স্থানীয় পৌর কাউন্সিলার অতনু গিরি।

তাঁরা গাড়ির চালককের কাছে খোঁজ খবর নেন। কিন্তু গাড়ির চালক সন্দেহজনক কথাবার্তা বলছে বলে পুরসভার ভাইস চেয়ারম্যান দাবি করেন।

এরপরই স্থানীয় বাসিন্দারা ও পৌর প্রতিনিধিরা কাঁথি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। ষাঁড় সহ মিনি লরি ও চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

 

Related News

Also Read