ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই মেঘাচ্ছন্ন পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র। মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টি হয়েছে জেলার প্রায় সর্বত্র।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে।
দিঘাতে সকাল থেকে মেঘলা ছিলো আকাশ।দিঘার পাশাপাশি মান্দারমনি,তাজপুর,শংকরপুর সর্বত্র আকাশ মেঘলা সাথে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে।পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।স্নানঘাট গুলিতে কড়া নজরদারি চালিয়েছে পুলিশ ও নুলিয়ারা। মৎস্যজীবিদেরকেও সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।


Post Views: 21