পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ চক্রের অন্তর্গত ৪৪ তম ভাজাচাউলী অঞ্চল প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শনিবার। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বন ও ভুমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কাঁথি ৩ পঃ সঃ র শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, কাঁথি ৩ পঃ সঃ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল, কাঁথি ৩ পঃ সঃ কর্মাধ্যক্ষ অপরাজিতা মাইতি, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুল মাইতি, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ উপপ্রধান স্বপন বাগ, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Post Views: 12