ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বাড় গ্রামে পথশ্রী-৩ প্রকল্পের ১০০ মিটার ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন হলো।
ফিতা কেটে রাস্তা নির্মাণের সূচনা করেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মাইতি, উপপ্রধান সৌরভ কান্তি বেরা, পঞ্চায়েত সদস্যা সুলেখা পড়িয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ পড়িয়া, আফতার আলী খান, শুভেন্দু মান্না, রাজা গুছাইত প্রমুখ। এদিন রঞ্জিত মালাকার এর বাড়ি থেকে অতুল মাইতির বাড়ি পর্যন্ত এই ঢালাই রাস্তা নির্মাণ হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয় খুশি বলে জানা গেছে।
Post Views: 6