প্রতিদিনের মতো গত ১৯ সেপ্টেম্বর স্কুল এসেছিলেন শিক্ষিকা, কিন্তু স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না পথ দুর্ঘটনায় মৃত হল কাঁথি দেশপ্রান ব্লকের অন্তর্গত চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের শিক্ষিকা আরাধনা মাইতির ।
এ ঘটনায় এলাকায় এখনো শোকের ছায়া নেমে আসে ।স্কুল থেকে অটো করে বাড়ি ফিরছিলেন এই শিক্ষিকা। স্কুল থেকে এক কিলোমিটারের মধ্যে চালতি অঞ্চল অফিসের সামনে ঘটে যায় দুর্ঘটনা, অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায় ।
অটোর নিচে পড়ে যান সেই শিক্ষিকা মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান ওই স্কুলের ইংরেজি শিক্ষক ও স্থানীয় মানুষজন দ্রুততার সাথে আহত শিক্ষিকাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
সেখানেই হাসপাতালে চিকিৎসকরা শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন, এবং ওই অটোতে থাকা আরো দুজন শিক্ষিকা এখনো গুরুতর আহত। খবর পেয়ে মুহুর্তের মধ্যে হাসপাতালে ছুটে আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবরাজ কুমার ডালী , প্রাক্তন প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা সহ- সমস্ত শিক্ষক শিক্ষিকা সহকর্মী এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি মৌলানা জোবেদ আলী খাঁন সাহেব ও সমস্ত সদস্যগণ।
প্রিয় শিক্ষিকাকে হারিয়ে শোকাহত মর্মাহত প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা শিক্ষিকার আত্মার চির শান্তি কামনার উদ্দেশ্যে বৃক্ষরোপণ, নিরবতা পালন ও মৌন মিছিল করল।