পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাগামী লোকাল ট্রেনের সাথে রবিবার সকাল ১১ টা নাগাদ বালি বোঝাই মেশিনের ভ্যান ধাক্কা লাগে কাঁথির নাচিন্দা স্টেশনের কাছে।
সকালে মেচেদা থেকে লোকাল ট্রেনটি যখন দিঘার দিকে যাচ্ছিলো সেই সময় নাচিন্দার কাছে একটি বালি বোঝাই মেশিন ভ্যান আচমকা রেল লাইনে উঠে যায়। ফলে ট্রেনটি ধাক্কা মেরে আটকে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতে কোনো খবর নেই। দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি।
এই ট্রেনের এক যাত্রী পেশায় শিক্ষক রাজকুমার দাস জানান, ভোটের ট্রেনিং পড়েছে কাঁথিতে। নন্দকুমারে পাঁশকুড়া দিঘা লোকাল ধরে যাচ্ছিলাম। নাচিন্দার কাছে হঠাৎ একটি ঝাঁকুনি আসে। ভয় পেয়ে যাই। তারপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ট্রেন থেকে অন্যান্য যাত্রীরা লাফিয়ে নেমে পড়ে। আমিও নেমে পড়ি। পরে বাস ধরে কাঁথির উদ্দেশ্য চলে যাই।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষ পেয়েছে বলে যাত্রীরা মনে করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের আধিকারীকরা।