Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

দুর্ঘটনার কবলে পড়া উড়িষ্যার ট্রলারকে উদ্ধার করলো দিঘা ।

প্রতিবেশি রাজ্য উড়িষ্যার এক ট্রলার উত্তাল সমুদ্রে ইঞ্জিল বিকল হয়ে এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায়।১৩ জন মৎস্যজীবী সহ এই ট্রলার ভেসে আসে দিঘার ওসিয়ানা ঘাটে!

জানা গেছে দুই দিন আগে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে এই উড়িষ্যার কষাফলিয়া মোহনা থেকে বেরানো মা হেঙুলা নামের.ট্রলারটি । এর মধ্যেই প্রায় ৮০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়। ৩০ ঘন্টা ভেসে থাকার পর উদ্ধার হল মৎস্যজীবীরা।

দুর্ঘটনাগ্রস্থ মৎস্যজীবিদের উদফহার করে দিঘা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। প্রত্যেকে আপাতত সুস্থ আছে।

Related News

Also Read