অবৈধ নির্মাণ এর অভিযোগে গ্রেপ্তার হল ১৬ জন নির্মাণ কর্মী। অঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের মন্দারমনি থানা এলাকায় মন্দারমনি পর্যটন কেন্দ্রে। মন্দারমনির থানা সূত্রে জানা গেছে ১ নম্বর খতিয়ানে কোন কিছু নির্মাণই অবৈধ। এই এক নম্বর খতিয়ানে বেশ কিছু জন কর্মী নির্মাণ কাজে নিযুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমনি থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। কয়েকজন শ্রমিক পালিয়ে গেলেও ১৬ জন শ্রমিক কে পাকড়াও করে। ধৃতরা হল কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর আমতলীয়া এলাকার বাসিন্দা শংকর মাইতি, অরুণ কুমার গিরি, সমীর মাইতি, তন্ময় মন্ডল, সৌরভ মন্ডল, শম্ভু দাস, সুফিয়াবাদ এলাকার বাসিন্দা বাবু বাউড়ী,জগন্নাথচকের বাসিন্দা হরি দাস, কাঁথি থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা শেখ আকবর, দেশপ্রাণ ব্লকের উত্তর ধোবাবেডিয়ার বাসিন্দা রাধাগোবিন্দ খামারি,কাজলার বাসিন্দা শেখ রাজেশ, শেখ হোসেইন,খেজুরির মূরলিচকের বাসিন্দা শেখ আখতারুল, শেখ শাহা আলম, শেখ রহমত, শংকর বারুই কে আজ কাঁথি মহাকুম আদালতে তোলা হয়। মন্দারমনি থানার ওসি জানিয়েছেন এভাবে অবৈধ নির্মাণ আটকাতে নিরন্তর অভিযান চলবে। যদিও মান্দারমনি এলাকায় বহু নির্মাণ অবৈধভাবে হয়েছে এবং কাজ চলছে বলে স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে মন্দারমনি থানার ওসি জানিয়েছেন।





