পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হলদিয়া পৌরসভার পরিচালনায় ১৬ আগস্ট খেলা দিবস পালন হবে। দূর্গাচক স্টেডিায়ামে বসবে ফুটবল খেলার আসর।
সেই খেলার জন্য খেলোয়াড় বাছাই পর্ব চলছে হলদিয়া টাউনশীপ সিপিটির মাঠে।
খেলোয়াড় বাছাই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রূড়া দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি অর্নব দেবনাথ,বিশিষ্ট প্রাঃ ফুটবলার তথা হলদিয়া টাউন ক্লাবের সভাপতি অমিত চক্রবর্তী,সম্পাদক সুজিত সাহু এছাড়াও অনান্যরা।

Post Views: 42





