খেজুরি বিধানসভার জনকায় আইএনটিটিইউসির বার্ষিক সাধারণ সভায় হল। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি সভাপতি তথা আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ, প্রাক্তন বিধায়ক রনজিৎ মন্ডল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিমান নায়ক ,

ব্লক আই এন টি টি ইউ সি র সভাপতি গৌরীশংকর দাস , খেজুরি ২ পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি অসীম মন্ডল, সহ-সভাপতি অনুশ্রী জানা খেজুরি ২ ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাস, খেজুরি ১ ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ জানা, আই এন টি টি ইউ সি র ব্লক সভাপতি দুলাল মাইতি ও অন্যান্য নেতৃত্ব।

এই সভায় সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
Post Views: 7





