Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

কন্টাই সায়েন্স একাডেমীর উদ্যোগে ফিজিক্স প্রাকটিক্যালের ইন্টারেক্টিভ ওয়ার্কশপ

কন্টাই সায়েন্স একাডেমীর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে দুই দিনের ফিজিক্স প্রাকটিক্যালের ইন্টারেক্টিভ ওয়ার্কশপ কাঁথি হাইস্কুলে অনুষ্ঠিত হল।

এই কর্মশালায় ৭টি বিদ্যালয় থেকে মোট ৪৩ জন ছাত্রছাত্রী ও ২১ জন শিক্ষক এর উপস্থিত সফল ভাবে হলো । এই দুদিন ব্যাপী ছাত্র-ছাত্রীরা সিলেবাসের অন্তর্গত ফিজিক্স প্র্যাকটিক্যালগুলো হাতেনাতে করে দেখে। কর্মশালার প্রথম দিনে সিলেবাস অন্তরভুক্ত প্র্যাকটিক্যালগুলি সম্পর্কে পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, কাঁথি রয়েল আই টি আই এর ডিরেক্টর ডঃ বরুণ জানা , অবসরপ্রাপ্ত শিক্ষক সত্যকাম গুড়িয়া, বটতলা আনন্দময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, অনলবেড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অনাথ বন্ধু নায়ক, এগরা কলেজের অধ্যাপক বিশ্বজিৎ প্রধান, শিক্ষক সুমন বর, রঞ্জন মৈশাল, সৌমিত্র সাহু, শংকর কুমার ভূঁইয়া প্রমুখ।

কর্মশালায় একাদশ শ্রেণির প্রশিক্ষক ছিলেন শিক্ষক সৌমজিৎ সাউ, কৃষ্ণেন্দু ওঝা, রাজেন্দ্রনাথ মাইতি, শ্রেয়ম জানা প্রমুখ। কর্মশালায় দ্বাদশ শ্রেণির প্রশিক্ষক ছিলেন শিক্ষক সৌরভ কান্তি দে, ডঃ স্বপন বিশ্বাস, কৃষ্ণগোপাল পয়ড়‍্যা প্রমুখ।

কর্মশালায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কর্মশালার শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও সবাইকে ধন্যবাদ জানান একাডেমীর সম্পাদক দীপঙ্কর সাহু।

Related News

Also Read