মাছ বোঝাই গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো বাইক চালক।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাজকুল এগরা রাজ্য সড়কের পটাশপুর থানা এলাকার সরিদাসপুরে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ পটাশপুর থানার পাচুরিয়া এলাকার বাসিন্দা যুবক অসীম চক্রবর্তী(৪০) বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। অপর দিক থেকে আসা মাছ বোঝাই ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে বাইক চালক এই যুবক বাইক সহ রাস্তার উপর ছিটকে পড়ে এবং গুরুতেওর জখন হয়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় অসীম চক্রবর্তীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মাছের গাড়ি উদ্ধার করে আটক করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুম হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Post Views: 37





