শব্দ দানবের তাণ্ডবে অতিষ্ঠ বাংলা ! ডিজের প্রতিবাদে পথে নামল সাধারণ মানুষ। উৎসব হোক আনন্দের, আতঙ্কের নয়। দীপান্বিতা উৎসবের পূর্বে জেলা সদর শহর তমলুকে শব্দ দূষণের প্রতিবাদে ব্যানার হাতে পথে নামল নাগরিক সমাজ।

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। পুজোর দিন গুলোগুলোতে দিনভর ডিজের দাপটে অতিষ্ঠ শিশু, বয়স্ক, সাধারণ মানুষ জন। বর্তমান সময়ে শব্দ দূষণ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

বৃহস্পতিবার তমলুকের হসপিটাল মোড় এলাকায় অ্যাসোসিয়েশন অফ বেটার লিভিং ও সবুজ মঞ্চের উদ্যোগে একটি সামাজিক সচেতনতামূলক পথ সভার করে। এই পথ সভায় সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, বিষয় গুলি হল জোরে ডিজে বানানো বন্ধ করা, শব্দ দূষণ শব্দবাজি বন্ধ করা এবং সাধারণ মানুষের কোন রকম ভাবে যাতে অসুবিধা না হয় তারই প্রসঙ্গে এই পথসভা।
Post Views: 11





