Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। হলদিয়া বন্দরে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু ।।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার বন্দরে কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হল । এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে বন্দর চত্বরে।

জানা গেছে রবিবার ভোরে হলদিয়া বন্দরের ভেতরে যখন কাজ করছিলেন শ্রমিকরা তখন পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে দুই শ্রমিককে।



এই ধাক্কার জেরে আহত দুই শ্রমিককে সাথে সাথে চিকিৎস্যার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা এদের মৃত বলে ঘোষনা করে।

বন্দর সুত্রে জানা গেছে দুর্ঘটনার জেরে মৃত দুই শ্রমিকের মধ্যে একজন সুকুমার মন্ডল (৫১)। হলদিয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের হাতিবেড়িয়ার বাসিন্দা, অপর একজনের নাম তাপস সমন্ত (৫২)। বাড়ি হলদিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রামগোপাল চকে।

দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Related News

Also Read