Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বিমানবন্দরে গৃহবধূ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

গৃহবধূকে অপহরণ করে ভিন রাজ্যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে গৃহবধূকে উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। এই অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ আবার ও বড়সড় সাফল্য অর্জন করলো। অভিযোগ কাঁথি থানা এলাকার এক গৃহবধুর সঙ্গে প্রেম জমে ছিল মুর্শিদাবাদের সাগর পাড়া থানার নটিয়াল এলাকার যুবক রাহুল মন্ডলের সঙ্গে। গত ১০ ফেব্রুয়ারি গৃহবধূ হঠাৎই নিখোঁজ হয়। গৃহবধুর সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা কাঁথি থানার দারস্থ হয়ে অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে কাঁথি থানার পুলিশ তদন্তে নামে।

মোবাইল এর টাওয়ার লোকেশন করে কলকাতা  বিমানবন্দরে গিয়ে পাকড়াও করে পুলিশ। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন এই যুবক গৃহবধূকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিল। আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে উদ্ধার হওয়া  অপহৃতা গৃহবধু এবং অপহরণকারী যুবক রাহুল মণ্ডল কে তোলা হয়। বিচারক গৃহবধূর গোপন জবানবন্দী গ্রহণ করেন এবং অপহরণকারীকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কাঁথি থানার আইসি জানিয়েছেন উদ্দেশ্য নিয়ে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কোন পাচার চক্র কাজ করছো কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে।

Related News