Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন

প্রদীপ কুমার সিংহ     সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এই উৎসব পালন হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও রাখি বন্ধন উৎসব পালন করে। বোনরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বে বন্ধন অটুট রাখে। আবার অনেক সময় ভাইয়েরাও বোনেদের রাখি পোড়ায়। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলা সোনারপুর থানায়। সেখানে সোনারপুর দক্ষিণ দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র সোনারপুর থানার আধিকারিক ও পুলিশকর্মীদের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধন অটুট করে। আবার সোনাপুর থানা আধিকারিক ও বিধায়কের হাতে রাখি পড়ায়।
পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। সোনারপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। মিষ্টিমুখও করান। তার বক্তব্য পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি। উৎসবের সময় পুলিশকর্মীরা তাদের বাড়িতেও যেতে পারেন না। তাই প্রতিবছরই থানার পুলিশ কর্মীদের সাথে তিনি এই রাখি বন্ধন উৎসব পালন করেন বলেন জানান। সোনারপুর মোড় সহ বৈকন্ঠপুর ও নানান এলাকায় তিনি এদিন রাখি বন্ধন উৎসব পালন করেন। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও জানান তিনি।
তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি পক্ষ থেকেই রাখি বন্ধন উৎসব পালন করে
পাশাপাশি বারুইপুরেও তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিএমের প্রকটকে রাখি বন্ধন উৎসব পালিত হয়। সিপিএমের পক্ষ থেকে যে রাখি বাঁধা হয় তাতে লেখা ছিল ওই ওয়ান্ট জাস্টিস।
পাশাপাশি এক বিশিষ্ট সমাজসেবী শ্রীধর পালের উদ্যোগে বারুইপুর মাদারহাট পোস্ট অফিসের সামনে প্রায় আড়াইশো মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করলে। পথ চলতি মানুষ সাইকেল, মোটর সাইকেল,টোটো, অটো বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের হাতে রাখি পরিয়ে এবং মিষ্টি বিতরণ করা হয়। এমন কি তৃতীয় জেন্ডারের মানুষদেরসেই সঙ্গে ৪থেকে ৯৪ বছর বয়স পর্যন্ত মানুষদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টি মুখ করে রাখি বন্ধন উৎসব পালন করা হল।

Related News

Also Read