ফাঁকা মাঠ থেকে উলঙ্গ অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো কাঁথি ৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের দইসাই গ্রামে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পায় মাঠে এক যুবকের মৃতদেহ। খবর জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে। পরে পরিচয় উদ্ধার হয়। জানা যায় দুইসাই গ্রামের বাসিন্দা অজয় মান্না (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে অজয় ট্রলারে কাজ করতো। বাড়িতে এলে প্রচুর মদ্যপান করত এবং পরিবারে অশান্তির সৃষ্টি হতো।
আজ সকালে মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় জল্পনা শুরু হয়েছে এটি খুন নাকি দুর্ঘটনায় মৃত্যু। পুলিশের খবর দিলে মারিশদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যু রহস্য উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকের অনুমান প্রচুর মদ্যপান করার জন্য তার মৃত্যু হয়েছে।

Post Views: 57





