Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনে অভিযুক্ত আইএসএফ ।।

দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ায় এক তৃণমূল কর্মীকে এলোপাতাড়ি ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে।শুক্রবার গভীর রাতে এই হামলার এই যুবককে চিকিৎস্যার জন্যে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে মারা যান । নিহতের নাম নান্টু গাজী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় গতকাল অর্থাৎ শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব। সেই ঘটনার পর রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের আঙুল আই এস এফের দিকে। ঘটনায় এলাকার কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যায়। তার পরেই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপর পালাতে গিয়ে এক তৃণমূল কর্মী নান্টু গাজী পড়ে গেলে তাকে আই এস এফ কর্মীরা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহীনি। আহতকে প্রথম ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। সাথে সাথেই চিকিৎসকরা কলকাতার হাসপাতালে তাকে রেফার করে। সেখানেই মৃত্যু হয়েছে নান্টুর। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Related News

Also Read