Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। কুন্তল মিত্রর লেখা ” অনির্বাণ ও কুয়াশা ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- কথোপকথন প্রোডাকশন থেকে প্রকাশিত হলো কুন্তল মিত্র র লেখা গল্পের সংকলন
” অনির্বাণ ও কুয়াশা “। প্রতিটা গল্পগুলিতে জীবনের নানা কৌতহল, নানা কোলাহল মিলে মিশে আছে।


প্রতিটা গল্পগুলি বাঙালির আত্মজাপনের সত্য ছবি। ভালোবাসা, কান্নায় একান্তই নিজস্ব হয়ে ওঠে। কুন্তল
মিত্র র লেখা গল্পগুলির মধ্যে ভালো লাগে বর্ণপরিচয়, পাবনা বস্ত্রালয়, স্বাক্ষর, হারানো সুর, চল্লিশতম বিবাহবার্ষিকী, কফি উইথ অদিতি, সম্পর্ক, স্বপ্ন কিংবা ছোটবেলার গল্প, পরিষ্কার,
মোটর সাইকেল, লাল গোলাপ, জলপরী, ঝিনুক, অনির্বাণ – বেড়াল ও কুয়াশা। কুন্তল মিত্র পেশায় অধ্যাপক,নেশায় লেখক।


এই “অনির্বাণ ও কুয়াশা “গল্পের বইটি তে অর্পিতার প্রচ্ছদ টি মন্দ নয়। সুন্দর বাইন্ডিং, নির্ভুল ছাপা, ১০৪ পাতার এই বইয়ের দাম ২০০ টাকা মাত্র। বইটি সকলে কিনে রাখতে পারেন। এক কথায় সংগ্রহে রাখার মতো বই।

Related News

Also Read