Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

কাঁথি মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবায় রোগীদের ভোগান্তি তুঙ্গে

কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসপাতালের অ্যাম্বুলেন্স ইউনিয়ন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, অথচ পরিষেবা দিচ্ছে চূড়ান্ত অবহেলায়। সম্প্রতি এক মুমূর্ষু রোগীকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স প্রায় দু’ঘণ্টা হাসপাতালে দাঁড়িয়ে থাকে, কারণ ইউনিয়নের অনুমতি ছাড়া ভর্তি করা হচ্ছিল না বলে অভিযোগ।

অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতির সাময়িক মীমাংসা হয়। কিন্তু এই ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, হাসপাতালের সুপারের প্রশ্রয়েই ইউনিয়ন এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।

রোগীর পরিবার জানিয়েছে,রোগীর অবস্থা গুরুতর ছিল। দ্রুত চিকিৎসার দরকার ছিল। অথচ অ্যাম্বুলেন্সে বসিয়েই রাখা হয় দীর্ঘক্ষণ। টাকা নিয়েও পরিষেবা মেলে না ঠিকমতো।

এই ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কীভাবে একটি গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবায় এত অনিয়ম চলতে পারে, তা নিয়ে চিন্তিত সচেতন মহল।

 

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই ধরনের লুট ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Related News

Also Read