Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

হারিয়ে যাওয়া ১৪৩ টি মোবাইল ফোন উদ্ধার

প্রদীপ কুমার সিংহ


শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে, হারিয়ে যাওয়া মোবাইলের মালিকদের আসতে বলা হয়, জেলার বিভিন্ন প্রান্তে থেকে আসেন প্রায় ৭০ জন তাদের হাতে খোয়া যাওয়া মোবাইল তুলে দিলেন পুলিশ কর্তারা।

শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুস্পা,এছাড়াও ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা।

এই দিন সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে একটি সাইবার ক্রাইম সংক্রান্ত তথ্য চিত্র দেখিয়ে সচেতন করা হয় আগত মোবাইল মালিকদের।

পুলিশ সুপার পুস্পা বলেন আপনার সর্তক থাকবেন, অন্যদের কে সচেতন করেবন, বিশেষ করে, মোবাইল সাবধানে রাখবেন, ও ব্যবহার করেবেন। সোনাপুর নরেন্দ্রপুর বারুইপুর ক্যানিং জয়নগর বারাসাত প্রভৃতি এলাকা থেকে এই মোবাইল গুলো খোয়া গিয়ে ছিল।

জয়নগর থানার বাসিন্দা গিতা নস্কর বলেন আমি ভাবতেই পারিনি,মোবাইল হারিয়ে দিশেহারা হয়ে পরেছিলাম,থানায় মিসিং ডাইরি করেছিলাম থিকিই,কিন্তু কোনদিন আবার মোবাইল ফিরে পাবো,এটা ভাবিনি, সত্যিই পুলিশ খুব ভালো কাজ করেছ

Related News

Also Read