ভোজ্য তেল বোঝাই লরি ছিন্তাই কান্ডের সঙ্গে যুক্ত ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করলো ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ মে মাসে হলদিয়া শিল্প শহর থেকে আদানি ভোজ্য তেল কারখানা থেকে একটি লরিতে প্রায় ২৪ লক্ষ টাকার ভোজ্য তেল বোঝাই করে নিয়ে যাওয়ার সময় লরিটি বেপাত্তা হইয়া যায়। খোঁজ না পেয়ে ভবানীপুর থানায় আগামী তেল কারখানার মালিক ও পরিবহন সংস্থার মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
এক মাসের বেশি সময় ধরে তদন্ত চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হলো নন্দকুমার থানার নন্দকুমার এর বাসিন্দা মলয় সিনহা ও সৈয়দ আসমদ আলী এবং সুতাহাটা থানার গুয়াবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ শাহজাহানকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কারা আছে এবং উধাহ হয়ে যাওয়ার লরিটি কোথায় আছে। লরি ও ভোজ্য তেল উদ্ধারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।