Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সরস্বতী ক্লাব পরিচালিত শিশু সংগঠন সবুজ মেলায় অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে সরস্বতী ক্লাব পরিচালিত শিশু সংগঠন সবুজ মেলায় অনুষ্ঠিত হলো রথ প্রতিযোগিতা শনিবার বিশ্বম্ভর শিশু উদ্যানে। সবুজ মেলায় বয়স ভিত্তিক  বিভাগে রয়েছে সবুজ, সাদা ও গেরুয়া। বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা রথ তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় ৩৫টি রথ অংশ নেয়।

খুদে বিশ্বকর্মাদের তৈরি রথ গুলি আকর্ষণীয় হয় এবং উপস্থিত দর্শকদের প্রশংসা লাভ করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ মাইতি, সুদীপ মাইতি ও অভিষেক নন্দী। প্রতিযোগিতাটি পরিচালনা করেন সারস্বতী সাংস্কৃতিক তথা সবুজ মেলার সম্পাদিকা রিতা রায়। তিনি জানান সফল প্রতিযোগীদের  সবুজ মেলার জন্মদিনে পুরস্কৃত করা হবে। উপস্থিত ছিলেন সারস্বতীর সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য সভ্য বৃন্দ।

Related News