Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

হলদিয়াতে একাধিক কর্মসূচী পালন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে শুক্রবার একাধিক কর্মসূচী পালন করলেন শিল্প শহর হলদিয়াতে।

সকাল ১১ টায় ব্রজলালচকে র‍্যালিতে অংশ নেন।পরে হলদিয়ায় ইসকন মন্দিরে যাওয়ার পথে শিব মন্দিরে পূজো দেন। পরে হলদিয়া ইসকন মন্দিরে বেশ কিছুক্ষণ কাটান ।তীব্র গরমের মধ্যে সেখান থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া সিটি সেন্টারে কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন ।এরপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কর্মীদের উচ্ছাস এবং সম্বর্ধনা গ্রহণ করেন ।

বিকেলে হলদিয়ার গিরিশ মোড় হয়ে হোড়খালীতে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে পৌঁছান । সেখানে একটি স্ট্রিট কর্নার করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।তৎসহ ছিলেন তমলুক জেলা বিজেপি সংগঠনের সভাপতি তাপসী মন্ডল ও অন্যান্য কর্মীরা ।

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের কাছে দাবি করেন প্রচুর মানুষ তাঁর সাথে দেখা করছে।তিনি দাবি করছেন বিজেপি-তৃনমূল-কংগ্রেস প্রমুখ দলের কর্মীরা তারসাথে যোগাযোগ করছে

Related News

Also Read