Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাজলাতে গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন

পূর্ব মেদিনীপুর জেলার  দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত অন্নদাত্রী , খাদেজা,   নবদিশা, সাথী মোট ৪টি গুচ্ছ সমিতির উদ্যোগে কাজলা জনকল্যাণ সমিতির প্রশিক্ষণ কক্ষে  বিকাল ৩ টায় গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪ টি ক্লাস্টার এর ৭৫ টি দলের মোট ৩০০  জন সদস্যা উপস্থিত ছিল। বর্তমান সমাজে মহিলাদের অবস্থান, বাল্যবিবাহ রোধ  নিয়ে সুবিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, গুচ্ছ সমিতির সভানেত্রী সীমা দাস, সমিতির সুপারভাইজার নীতিমালা পন্ডা, লীনাদে, নবনীতা ঘোষ। দিপালী পন্ডা, নীলিমা চক্রবর্তী, ও কর্মী প্রতিমা সাউ, কাবেরী ভট্টাচার্য ও নীলিমা পান্ডা প্রমুখ।  সাধারণ সম্পাদক স্বপন পান্ডা –
-বর্তমান সমাজে মহিলাদের অবস্থান
-বাল্যবিবাহ ও কম বয়সে মাতৃত্ব প্রতিরোধে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা, ও
-আগামী দিনে দল ও গুচ্ছ সমিতি তারা কোন কোন সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগী হতে পারে, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালতি ভট্টাচার্য এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সভানেত্রী সীমা দাস।

Related News