Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা ও প্রশিক্ষণের শিবির হলো

প্রদীপ কুমার সিংহ

 

বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসার ও প্রশিক্ষণের শিবির হল বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা তিন নম্বর গেটের পাশের এলাকায়। এই অনুষ্ঠানে উদ্যোক্তা ছিল সমাজ উন্নয়ন কেন্দ্র। সমাজ উন্নয়ন কেন্দ্রে অফিসে বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠানটি হয়।

সমাজ উন্নয়ন কেন্দ্রের সম্পাদক কল্লোল ঘোষের সঙ্গে কথা বলে জানা যায় বারুইপুর সহ কাকদ্বীপ, কুলতলী,জয়নগর বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসার জন্য আসে। মূলত এখানে শিশু ও মায়েদের চিকিৎসা করা হয় সেইসঙ্গে পুরুষদের সল্য চিকিৎসাও করা হয়। সুন্দরবনের একটি বেসরকারি সংস্থা আশীর্বাদ গ্রীন কেয়ার লিফট এর পক্ষ থেকে এই আয়ুর্বেদিক চিকিৎসা শিবির করা হয়। এখানে প্রায় ১১০ জন মানুষ এই চিকিৎসার ও ঔষধের পরিষেবা নেয়।

পাশাপাশি এই শিবিরে আয়ুর্বেদিক ঔষধ কেমন করে খেতে হয় তার একটি প্রশিক্ষণ শিবির হয়। এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৫ মহিলা অংশগ্রহণ করে।

Related News

Also Read