যত বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দানা বাঁধছে। এরূপ চিত্র লক্ষ্য করা গেল আজ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রতিষ্ঠিত স্কুল কাঁথি শচীন্দ্র শিক্ষা সদনে। সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ইন্টারভিউর দিন ছিল আজ ২৪ আগস্ট রবিবার। সহকারী শিক্ষকদের মধ্য থেকেই সহকারী প্রধান শিক্ষক হিসেবে একজনকে নির্বাচন করা হবে এইরকম বিধি অনুযায়ী আজকের ইন্টারভিউ বোর্ডের ৬ জন আবেদনকারী শিক্ষককে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল বিদ্যালয়ের অফিসে। কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাহু ছিলেন ইন্টারভিউ বোর্ডের অন্যতম একজন। ইন্টারভিউ শুরু হওয়ার আগে দুই গোষ্ঠী একটি অখিল গিরির গোষ্ঠী এবং অপরটি উত্তম বারিকের গোষ্ঠী বলে এলাকার মানুষ জানান। অখিল গোষ্ঠী হাবিবুর রহমানের পছন্দের ব্যক্তি তৃণমূল শিক্ষা সেলের নেতা শিবশঙ্কর কোটালকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করার দাবি জানানো হয়। অপর একটি গোষ্ঠী তৃণমূল শিক্ষা সেলেরই সদস্য সলিল ভৌমিক কে নেওয়ার দাবি করেন। ফলে স্কুল সভাপতি স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে দাবি পাল্টা দাবি থেকে বচসা শুরু হয় এরূপ অভিযোগ। স্কুলের সভাপতি তথা কাঁথি পৌরসভা তৃণমূলের কাউন্সিলর নিত্যানন্দ মাইতিকে নানান রকম হুমকি ও গালিগালাজ শুরু করে অখিল গোষ্ঠী তথা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানের গোষ্ঠীর লোকজন। সাংবাদিকরা খবর করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক রাধা মাধব দাস তাদের প্রতি অভাব্য আচরণ করেন এবং খবর করতে নিষেধ করেন। অভিযোগ, যারা ছবি তুলেছিলেন তাদের ক্যামেরায় ছাড়িয়ে নিয়ে ছবিগুলো ডিলিট করতে বাধ্য করে। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ আসে ঘটনার সামাল দেয়ার জন্য এবং সহকারী প্রধান শিক্ষক নির্বাচন স্থগিত রাখা হয়।





