ইন্দ্রজিৎ আইচ :- গত ২৯ অক্টোবর থেকে নন্দনে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব । এই উৎসব চলবে ২ রা নভেম্বর পর্যন্ত।
গত ২৯ এ অক্টোবর বাইপাসের ধারে সিলভার স্প্রিং
হোটেলে ইন্দো বাংলা প্রেস ক্লাবের ওয়েডসাইড এর সূচনা করেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মন্ত্রী ড: হাছান মাহমুদ।
ছিলেন এই ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী , ক্লাব সম্পাদক শুভজিৎ পূততুন্ড এবং এই বাংলার খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ও বাংলাদেশ এর কলকাতার উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।
সকল অতিথিরা ইন্দো বাংলা প্রেস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানায়। এইদিন কলকাতা প্রেস ক্লাব এর সভাপতি স্নেহাশিস সুর ও ক্লাব সম্পাদক কিংশুক প্রামাণিক সহ আরো অনেকে এই দিন উপস্থিত ছিলেন।
ইন্দো বাংলা প্রেস ক্লাব ও কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ এর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাছান মাহমুদ (এম পি) ও অন্যান্য অতিথিদের হাতে পুষ্পস্তবক, মিষ্টি, উত্তরীয়,মেমেন্টো, উপহার তুলে দেওয়া হয়।