প্রদীপ কুমার সিংহ
সুপারি বাগান থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গর এলাকায়!

পুলিশ সূত্রে খবর সুপারি বাগান থেকে উদ্ধার হয় মানুষের মাথার খুলির কংঙ্কাল সঙ্গে হাড়গোড়।ওই কংঙ্কাল এর পাশেই একটি গাছে গামছা ঝুলতে দেখা যায়। তবে কী কোনোও ব্যাক্তি আত্মহত্যা করেছে শেই প্রশ্ন উঠেছে। এলাকার এক বাসিন্দারা এই কংঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়।

বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য তা পরীক্ষাগারে পাঠাচ্ছে পুলিশ। পুলিশ কংঙ্কাল কীভাবে এখানে এল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Post Views: 12





