Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

পারিবারিক সহায়তাকেন্দ্রের ত্রৈমাসিক সভা

সংবাদদাতা:-বৃহস্পতিবার বিবেকানন্দ লোকশি‍ক্ষা নিকেতন পরিচালিত, কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ ও রাজ্য সমাজ কল্যাণ পর্ষদ এর সহযোগিতায় গড়ে ওঠা পারিবারিক সহায়তা কেন্দ্রের আটষট্টিতম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন সংস্হার সদস্যা অঞ্জলী পাত্র । এছাড়াও উপস্থিত ছিলেন সংস্হার সদস্য সঞ্জিত রঞ্জন দাস । কাঁথি মহিলা থানার পুলিশ অফিসার ঝুমা মন্ডল(রায়) । কাঁথি লোক আদালতের পক্ষ থেকে অভিজিৎ চক্রবর্তী,কাঁথি আদালতের ব্যবহারজিবী গৌতম কুমার সাহূ, উপশোংসধানাগার পারিবারিক সহায়তা কেন্দ্রের পরামর্শদাতা সুদীপ্ত মণ্ডল, ২০নং ওয়ার্ডের সম্পাদক সিদ্ধেশ্বর প্রধান, অমৃত প্রধান, সাংবাদিক রঞ্জন দত্ত, সিদ্ধেশ্বর পয়ড়্যা প্রমুখ , উক্ত সভায় গত তিন মাসের কাজর বিবরন । ভবিষ্যতের প্রচার ও প্রসার তৎসহ গত তিনমাসের অফিসের সাফল্য নিয়ে আলোচনা হয় উক্ত সভায় ।

পরামর্শ দাতা সুমিত দাস ও সুমিতা জানা গত তিন মাসের সমস্যা মুলক পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন ও উপস্হিত সকলে ওনাদের মহামুল্যবান বক্তব্য রাখেন। এর পর অফিসের তিনমাসের সাফল্য নিয়ে বিস্তর আলোচোনা হয়। এর পর অফিসের আগামী তিনমাসের পরিকল্পনা নিয়ে আলোচোনা হয়। উপস্হিত সভ্যগন সর্বস্তরে প্রচারের প্রয়োজন বলে জানান ও পাশে থাকার আশ্বাস দেন।। উপস্থিত সকলে সংবাদমাধ্যমের কাছে অনুরোধ রাখেন এই ধরনের কর্মকান্ড আরো প্রচার করার জন্য। এর পর অফিসের ২০২২-২০২৩ নতুন পরিচালন কমিটির নাম পাঠ করা হয় যা পুর্বের সভায় সিদ্ধান্ত হয়েছিল। ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা হয় । উপস্থিত সকলে ওনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন আর কিছু আলোচনার না থাকায় সভাপতি সভার কাজ সমাপ্তি করেন।

Related News

Also Read