Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

সেনা কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ :-সেনাকর্মী পরিচয় দিয়ে একাধিক মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর এলাকায়। বহু মানুষের সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার আময় মিত্র। বাড়ি বাসন্তী থানার অন্তর্গত ঝড়খালিতে, তবে সোনারপুরে ভাড়া থাকত। বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে নিজের বাসা বদল করত অভিযুক্ত। অভিযুক্ত মুলত মহিলাদের টার্গেট করতেন তাদের সরকারি প্রকল্প থেকে মোটা টাকা অনুদানের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিতেন। গড়ে সাত হাজার টাকা করে নিয়েছেন। ২১ জনের কাছে টাকা নিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। ২ মাসের মধ্যে তারা মাথাপিছু ১ লাখ ১০ হাজার টাকা পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। অথচ সময় পেরিয়ে গেলেও টাকা পাননি তারা। বেপাত্তা হয়ে গিয়েছিল অভিযুক্তও। অবশেষে তাকে এলাকায় পেয়ে ঘিরে ফেলেন মহিলারা। তারপর সোনাপুর থানার খবর দেয়া হয় সোনাপুর থানার পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারপুর এলাকায় তার একাধিক স্ত্রীর খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। তাদের সাথেও প্রতারণা করে তিনি বিয়ে করেছিলেন বলে অভিযোগ। ধৃত ব্যক্তিকে সোনারপুর থানার পক্ষ থেকে শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে তোলে। পুলিশ আদালতে কাছে আবেদন জানান নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এই ঘটনায় আর কারা জড়িয়ে আছে তার তদন্তে স্বার্থে।মহাকুমা আদালতে বিচারক ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন।

Related News

Also Read