কেকা মিত্র
চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি) কলকাতার সল্টলেকে একটি রাজ্যস্তরের পরামর্শ সভার আয়োজন করে। মূল বিষয় ছিল অপ্রতিসংক্রামক রোগ (NCDs) ও ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে রাজ্যের কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক, বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের ডিরেক্টর ডাঃ স্বপন সরেন, ড: অসীম দাস মালাকার, SFWO, ডাঃ কুনাল কান্তি দে (ADHS, NCD2), ডাঃ সুভ্রাংশু দত্ত (ADHS, মেন্টাল হেলথ) এবং ডাঃ সুব্রত রায়। সিনি-র তরফ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সিইও ডাঃ ইন্দ্রাণী ভট্টাচার্য, চিফ অফ প্রোগ্রাম মেঘেন্দ্র ব্যানার্জী, চিফ অফ অপারেশন সুদীপ পাত্র।
২০১৯ সাল থেকে সিনিই আরোগ্য ওয়ার্ল্ড-এর সহায়তায় স্কুলভিত্তিক একটি ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টি জ্ঞান এবং রোগ প্রতিরোধে অভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ইন্দ্রাণী ভট্টাচার্য এবং উদ্বোধনী বক্তব্য দেন ডাঃ স্বপন সরেন। সভায় “ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট সার্ভে রিপোর্ট”-এর উন্মোচন করা হয়, যেখানে দুই জেলার স্কুল পড়ুয়াদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। কিশোর-কিশোরীদের নাটক ও জিমন্যাস্টিক্স পরিবেশনা, এবং অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্কুল কর্মীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া ছিল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ।

সব বক্তারা কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্য শিক্ষার সঙ্গে সঙ্গে স্কুল পর্যায়ে পুষ্টি, মানসিক স্বাস্থ্য এবং প্রাথমিক রোগ শনাক্তকরণকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
সিইও ডাঃ ইন্দ্রাণী ভট্টাচার্য বলেন, “সুস্থ জীবন কোনো বিলাসিতা নয়, এটা প্রতিটি শিশুর অধিকার। আসুন, আমরা একসঙ্গে কাজ করি এনসিডি প্রতিরোধে।”
অনুষ্ঠান শেষ হয় সহযোগিতার আহ্বানের মাধ্যমে—সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি এবং স্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেবে।





