Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরের ক্ষুদ্র মাঝারি শিল্পপতি ও ব্যবসায়ীদের পাশে ডাকঘর ।

পূর্ব মেদিনীপুর জেলার ক্ষুদ্র মাঝারি শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎপাদিত সামগ্রী রাজ্য ও দেশের বাইরে পাঠানোর জন্য সমস্যায় পড়তে হয়,কলকাতা দৌড়াতে হয় সামগ্রী পাঠানোর জন্যে।এবার সেই সমস্যার সমাধান হল,এই কাজ এবার থেকে তমলুকে হেড পোস্ট অফিস থেকেই হবে।

দফতর সুত্রে আরো জানা গেছে এখনো পর্যন্ত ৬টি জায়গায় এই পরিষেবা প্রদানের জন্য উদ্বোধন হয়েছে ।আজ ৭নম্বর অর্থাৎ তমলুক পোস্ট অফিসে এই পরিষেবা চালু করা হয় এমনটাই জানান দক্ষিণ বঙ্গ জোনের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর। এখান থেকে ক্ষুদ্র মাঝারি শিল্পপতিসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী তাদের উৎপাদিত সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাজ্যসহ দেশের বাইরে বিভিন্ন প্রান্তে পাঠাতে পারবেন এর ফলে একদিকে যেমন বাঁচবে সময়, অপরদিকে অতিরিক্ত খরচ সাশ্রয় হবে।

বৃহস্পতিবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গ জোনের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর।এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জীব আচার্য সহ পোস্ট অফিসের একাধিক আধিকারিকগন।

এখানে একটিতে পার্সেল প্যাকেজিং ও অপরদিকে বুকিং সহ পাঠানোর কাজ হবে। পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় হাজারটি পোস্ট অফিসে এই পরিষেবা পাওয়া যাবে ।

জানা গেছে পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে ২২ টিতে এই পরিষেবা পাওয়া যাবে।যার মধ্যে দক্ষিণবঙ্গে ৯টি পোস্ট অফিস দেওয়া হবে এই পরিষেবা।

Related News

Also Read