পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের “আমরা পরিবার বৃন্দ” এর জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্যদিয়ে ১০ তম বর্ষের পুজোর সূচনা হয়। সকাল থেকে পূজার্চনা ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে খুঁটি পুজো করা হয়।
পুজো উদ্যোগতাদের বক্তব্য, বর্তমান সামাজির পরিস্থিতিতে তারা পুজো বন্ধ করার পক্ষ নয়। বড় করে নয় ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে। তাদের এবছর শপথ ” মাটির দুর্গা পুজো করবো,ঘরের দুর্গাকে রক্ষা করবো”।
আয়োজকেরা বলেন শাস্তির দাবিতে আন্দোলন জারি থাকবে, দোষি শাস্তি পাক আমরা চাইবো। তবে সেই আন্দোলন পুজো বন্ধ করে নয়। পুজোয় বহু সাধারন মানুষের রুজিরুটি জড়িয়ে থাকে। তাদের কথা ভেবেই আমাদের পুজোর আয়োজন এমনটাই জানেন সংগঠনের সদস্যরা।
Post Views: 12