ব্যালটে প্রার্থীর চিহ্ন বদলের ঘটনায় উত্তেজনা ছড়ালো।এর প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন নির্দল প্রার্থী।অভিযোগ এর পরেই অদ্ভুত নির্দেশ দেন প্রিসাইডিং অফিসার।প্রার্থীর চিহ্ন বদলের জন্যে তাকে ১ ঘন্টা সময় দিলেন গাড়ি চিহ্ন নিয়ে প্রচার করতে।
পূর্ব মেদিনীপুরের তমলুকের পদমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর ৩৩ নম্বর বুথ এর গ্রাম পঞ্চযেত এর নির্দল প্রার্থী শবনম বিবি । জানাংেছে এই নির্দল আম চিহ্নে দাঁড়িয়ে ছিলেন।ভোট দিতে গিয়ে ভোটার রা দেখেন আমের জায়গায় ওই প্রার্থীর চিহ্ন গাড়ী । সঙ্গে সঙ্গেই ভোট বয়কটের ডাক দেন নির্দল প্রার্থী সহ তাঁর সমর্থকরা।
অভিযোগ এর পরেই প্রিসাইডিং অফিসার এক ঘন্টা সময় দেন গাড়ি চিহ্নে প্রচারের জন্য ।কিন্তু তা মেনে নেননি নির্দল প্রার্থী সহ কর্মী সমর্থকরা।
প্রতিবাদে তাঁরা তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করেন এবং ভোট বয়কটের ডাক দেন। যদিও ভোট বন্ধ করেননি প্রেসাইডিং অফিসার ভোটদান চলছে।
