Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

শুভেন্দুর মাকে কটুক্তি,নন্দীগ্রাম থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা ধারাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই ঘটনাকে ঘিরে এলাকা উত্তাল হয়ে ওঠে। হলদিয়ার ব্রজলালচকের জনসভা থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কটুক্তি করেন।

এই কটুক্তির প্রতিবাদে নন্দীগ্রামে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে নন্দীগ্রাম থানা তে লিখিত অভিযোগ দায়ের করা হলো। মহিলা নেত্রী মিনতি গোল বলেন থানা কে তিনদিন সময় দেয়া হয়েছে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে তখন দেড় থেকে দু হাজার মহিলা কর্মী এনে থানা ঘেরাও কর্মসূচি করা হবে। মিনতি দেবী বলেন ৮৫ বছর বয়সের বৃদ্ধা শুভেন্দুবাবুর মা এই কথা শোনার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন।

শেখ সুফিয়ান গত ৩০ নভেম্বর সমগ্র মাতৃজাতিকে অপমানিত করেছেন সেই কারণে তার কঠোর শাস্তির দাবি করা হয়েছে।

Related News

Also Read