ইন্দ্রজিৎ আইচ :- উদ্বোধন হয়ে গেলো কসমেটোলজিস্ট ও অ্যস্থেটিক কনসালটেন্ট সায়ন্তন দাসের নিজস্ব ব্রান্ড ও ক্লিনিক “স্কিন ডাইনামিক্স”, দমদম নাগের বাজারে।
সায়ন্তন এর নিজস্ব ব্রান্ড “স্কিন ডাইনামিক্স” যেটি এদিন আত্ম প্রকাশ হয়। সদ্য বিলেত থেকে ফেলোশিপ শেষ করে এটি তাঁর প্রথম ক্লিনিক যেখানে অত্যন্ত উন্নত কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
তিনি জানান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান ট্রিটমেন্ট তিনি এখানে এনেছেন, যা তাঁর উপভাক্তাদের পরিষেবা দিতে পারবেন। যার দ্বারা ত্বক ও চুলের কিছু জটিল থেকে জটিল সমস্যা ও সমাধান সম্ভব।
তাঁর এই প্রথম পদক্ষেপে তিনি যাঁকে পাশে পেয়েছেন স্বনামধন্য বিউটি থেরাপিস্ট সাথী দত্ত। যিনি এই ক্লিনিক টি শুরু করাতে সায়ন্তন এর সাথে আছেন।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইনার অগ্নিমিত্রা পল, অভিনেত্রী চৈতি ঘোষাল অভিনেতা রোহন ভট্টাচার্য , নৃত্য শিল্পী অভিরূপ সেনগুপ্ত, ডিজাইনার পাপড়ি জৈন সহ আরো অনেকে।
সায়ন্তন জানান তার আগামী পরিকল্পনা তে তার এই ব্রান্ড এর আন্ডারে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তিনি ক্লিনিক এর শাখা শুরু করে অনেকের কাছে পৌছতে চান, খুব শীঘ্রই তাঁর আরও ২টি ক্লিনিক শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই তার নিজস্ব প্রোডাক্ট আসতে চলেছে যা এখন গবেষণা পর্যায়ে আছে l