Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। বালি বোঝাই গাড়ির সাথে প্রাক্তন বিধায়কের বাইকের মুখোমুখি সংঘর্ষন ।।

বাইক আর বালি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটলো।আর সেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বর্মান বিজেপি ন্দেতা স্বদেশ রঞ্জন নায়ক।

শুক্রবার সাত সকালেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গ্বছে।

এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাক্তন বিধায়ক গুরুতর চোট পেয়েছেন এই দুর্ঘটনায়। বাম পায়ে ও মাথায় ওনার চোট রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় শংকরপুরে হোটেলনেস্টের সামনেই বাইক নিয়ে আসার সময় বালি বোঝায় ডাম্পারের সাথে দুর্ঘটনার কবরে পড়েন। দ্রুতগতির ডাম্পার সাথে ধাক্কা লাগে মোটরবাইকের। পড়ে গিয়ে গুরুতর চোট পান মাথায় ও পায়ে। প্রাথমিক চিকিৎসার পর প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক কে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এক হাসপাতালে। বর্তমানে ওনার অবস্থা স্থিতিশীল তিনি এখন কথা বলছেন।

এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হয় মান্দারমনি কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী। রাস্তার যানজট মুক্ত করে ও আটক করে বালি বোঝাই গাড়িটিকে।

Related News

Also Read