সংবাদদাতা:-আজ বৃহস্পতিবার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার রাজ্যস্তরীয় পরিদর্শন হয়ে গেল কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ে। কেন্দ্রের এই প্রকল্প মূলত শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উন্নত করে তোলার জন্য ইউনিসেফ যে উদ্যোগ নিয়েছে এটি তার আরেকটি।
রাজ্য সমগ্র শিক্ষা মিশন এর দ্বারা এই পরিদর্শন সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে হচ্ছে। পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিভিন্ন স্কুলের মধ্যে কিশোরনগর প্রাথমিক বিদ্যালয় অন্যতম এই বিদ্যালয় বিগত দিনেও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে তাই আজও তার বিকল্প কিছু হলো না। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রবেশদ্বার থেকে কোভিড প্রটোকল দেখিয়ে বিভিন্ন রূপে সেজে,গানের মাধ্যমে শঙ্খ বাজিয়ে এবং নাচিয়ে ভঙ্গিতে স্বাগতম জানায় রাজ্যস্তরীয় পরিদর্শন টিমকে।
তারপর পরিদর্শক টিম বিদ্যালয়ের চারিদিকে বিভিন্ন বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেন এবং ছাত্রছাত্রীরা গান নাটক ও অভিনয়ের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাকে পরিদর্শক টিমের সামনে তুলে ধরেন। তারপর শিশু সংসদের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী পরিদর্শক টিমের সঙ্গে থেকে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর পর্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বিশ্বজিৎ পাত্র কে উনারা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় এবং নিয়মকানুন পরিকল্পনা সহ ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নতির বিষয়গুলি জিজ্ঞাসা করেন। পরিদর্শক টিম বিশেষ করে ছাত্র-ছাত্রীর ব্যবহার্য টয়লেট, খাবার ঘর, খাওয়ার রান্নার জায়গা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ভীষণ জোর দেন। পরিদর্শক হিসেবে এসেছিলেন মৌসুমী সরকার, গৌরহরি বেরা, চন্দন দাস, ও কাঁথি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিৎ সাঁতরা। পরিদর্শক টিম খুবই খুশি ও আনন্দিত এরকম একটা বিদ্যালয় দেখে যেখানে এত ছাত্র-ছাত্রী সত্বেও বিদ্যালয় এর সমস্ত কিছু করে কর্তৃপক্ষ চালাতে পারছে, তাই প্রধান শিক্ষককে উনারা উৎসাহিত করেন ও প্রশংসা করেন।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজ খুব উৎসাহের সঙ্গে পরিদর্শক টিমের সঙ্গে প্রশ্ন-উত্তর করেছে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর ছাত্র-ছাত্রীদেরকে স্বাভাবিক জীবনের সমৃদ্ধ করেছে।
সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উনাদের সম্মানার্থে স্মারক সম্মান দিয়ে উনাদেরকে পুনরায় বিদ্যালয় আসার আহ্বান জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।