মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণা হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। বুধবার সকালে বিজেপির পোলিং এজেন্ট এর বাড়িতে ভাঙচুর। আর এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায়। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্ট এর পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের তীর তৃণমূলের দিকে। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার পর থেকে ঘর ছাড়া এজেন্ট সমীর মিস্ত্রি। সমীরবাবু ও তার স্ত্রীর অভিযোগ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার বাড়িতে হামলা চালানো হয় তৃণমূল আশ্রীত দুষ্কৃতরাই এই কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে।

Post Views: 60





