Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। নন্দীগ্রামে শহীদ বেদী ভাঙ্গলো বিজেপি ,অভিযোগ তৃনমূলের ।।

ইংরেজী বছর শেষের আগের দিন গভীর রাত্রে অন্ধকারে নন্দীগ্রামে ভাঙ্গা হলো শহীদ বেদী।সিপিএমের সরকারের বিরুদ্ধে জমি রক্ষার আন্দোলনে শহীদদের স্মরনে এই বেদী নির্মান করেছিলো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।



পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে নন্দীগ্রাম আস্তে আস্তে করে উত্তপ্ত হয়ে উঠছে। গত দুই দিন আবাস যোজনাকে কেন্দ্র করে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রাম ছিল উত্তপ্ত। এবার শহীদ বেদী ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়লো।তৃনমূলের অভিযোগ এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরী করতে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।


নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আধিকারী পাড়া মাল পাড়ার ২৬০ নম্বর বুথের।



এলাকাবাসীর রাতে ভূমি আন্দোলনের শহীদ বেদী এবং শহীদ বেদীর অংশবিশেষ ভাঙ্গা পাশে লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি এমন কাজ করেছে এমনই অভিযোগ তুললেন নন্দীগ্রামের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা অভিযোগ কে সম্পূর্ণ অস্বীকার করল বিজেপি। প্রতিক্রিয়া দিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি সাহেব দাস বলেন দুর্ণীতি থেকে নজর ঘোরাতে তৃনমূল মিথ্যাচার করছে।

Related News

Also Read